মানিকগঞ্জ সংবাদদাতা, ১১ নভেম্বর
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিঠুর পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টা করায় অভিযোগে দক্ষিণ জামশার দুলালসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ওই ইউনিয়নের জামসা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, ওই প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তারা পাশ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।
জামশা এলাকার আব্দুল করিম জানান, বুধবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে ১৬/১৭ জন যুবকদের দেখে তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বৃহস্পতিবার ১০টার আটক করে থানায় নিয়ে যা।
সকাল ৮টা থেকে উপজেলার ১১ টি ইউনিয়নে ভোটগ্রহন শুরু হয়েছে।
এতে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০২ জন ও পুরুষ সদস্য পদে ২৯৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোট ভোটার-২১৯৫৬৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০৯৪৪৮ জন ও নারী ভোটার ১১০১১৯ জন।