মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান এ্যাড. গোলাম মহীউদ্দীন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৬১ জেলার চেয়ারম্যানদেরকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো। প্রশঙ্গত, এর আগে গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। এদিন স্থানীয় সরকার বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *