শাহীন তারেক,মানিকগঞ্জ, ১৭ অক্টোবর
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২৭ ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মতো মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত আনাসর প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। মোট ৮৮৯ ভোটের মধ্যে গোলাম মহীউদ্দীন পেয়েছেন ৪৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বীতা স্বতন্ত্রপ্রার্থী চশমা প্রতীকের কেএম বজলুল হক খাঁন রিপন পেয়েছেন ৪২৫ভোট।
জেলা নির্বাচন কমিশন শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় সাতটি কেন্দ্রে এক যোগে ভোট গ্রহন শুরু হয়। দুপুর দুইটা পর্যন্ত কোন গোলযোগ ছাড়াই ভোট গ্রহন শেষ হয়।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ১৯জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৪জন প্রতিদ্ব›দ্বীতা করেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৮৮৯জন। এর আগে ২০১১ সালে জেলা পরিষদের প্রশাসক এবং ২০১৭ সালে নির্বাচনের চেয়ারম্যান নির্বাচিত হন অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *