মানিকগঞ্জ সংবাদদাতাঃ৫ ডিসেম্বর
মানিকগঞ্জ এর সম্মেলন কক্ষে মানিকগঞ্জ জেলা পুলিশের নভেম্বর /২০২২ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার।এ ছাড়া মাসিক অপরাধ সভায় মাসব্যাপী ভালো কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসারদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার ।
নভেম্বর/২০২২ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কার গ্রহণ করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান।
এছাড়াও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সিংগাইর থানার থানা ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সুমন কুমার আদিত্য, শ্রেষ্ঠ এসআই হিসেবে আল আমিন, শ্রেষ্ঠ এএসআই হিসেবে মোঃ সুহেল রানা,শেষ্ঠ ট্রাফিক আফিসার হিসেবে টিএসআই মোঃ জাহাঙ্গীর আলম এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এসআই মোঃ শাহ্জামাল,এসআই মিজানুর রাহমান, এসআই রিপন কুমার পাল, এএসআই শরীফুল ইসলাম, এএসআই মোঃ ইজ্জত আলী, ও এএসআই রুস্তম আলী, পুরস্কার গ্রহণ করেন।
এসময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুবসহ সকল ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।