মানিকগঞ্জ প্রতিনিধি,
মানিকগঞ্জ জেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পায়রা উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম। মানিকগঞ্জ জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এবং মুন্নু ফেব্রিক্সের পৃষ্ঠপোষকতায়
বাংলাদেশ জাতীয় ফুটবল দরের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম রানর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক মাসুদ সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং রাশিদ সামিউল ইসলাম। এ সময় জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়া সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদল, আবুল বাশার, আসাদুজ্জমান খান দোলন, আব্দুল মোমিন ও আব্দুল খারেক শুভ প্রমুখ।
পটপরিবর্তনের পর দীর্ঘ সাড়ে তিন মাস পর মানিকগঞ্জে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে মাঠে বল গড়ালো। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খোকন ফুটবল একাডেমি এবং তেওতা ফুটবল একাডেমি অংশ নেয়। খেলায় কোনো দলই গোল করতে পারেনি।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়াঙ্গনে মিলন মেলা হয়েছে। অপসংস্কৃতি এবং মাদক থেকে দূরে থাকতে যুব সমাজকে মাঠে টেনে আনতে হবে।