মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৪ ডিসেম্বর
‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আন্তর্জাতিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উপলক্ষে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় জেলা জেলা পাবলিক লাইব্রেরীর সামনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে । এসময় জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায়
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান ল²ী চ্যাটার্জী, সদস্য হোসনে আরা, বিকশিত নারী নেটওয়ার্কের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি তাজরানা ইয়াসমিন, বারসিকের প্রোগ্রাম অফিসার রাসিদা আক্তার, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক জামাল হোসেন, ব্র্যাক মানিকগঞ্জের সমন্বয়কারী ওমর ফারুক, পাশা এনজিওর নির্বাহী
পরিচালক ফরিদ হোসেন প্রমূখ।
বক্তারা এসময় নারী ও শিশুর প্রতি সকল ধরণের নির্যাতন বন্ধের জন্য আহবান জানান।