মানিকগঞ্জ প্রতিনিধিঃ০৪ মে
মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় এক রাতে ১৫ দোকানে চুরির ঘটনায় জড়িত চোর চক্রের দ্ইু সদস্য গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত তানভির ও মোসÍফাকে বৃহসপ্রতিবার আদালতে হাজির করা হয়।
এ বিষয়ে আজ বৃহস্প্রতিবার দুপুরে মানিকগঞ্জ সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজদ খান পিপিএম সাংবাদিকদের জানান,গত ২৬ মে মানিকগঞ্জ শহরের বিভিন্ন জায়গার একই রাতে ১৫ টি দোকানে চুরির ঘটনা সংঘঠিত হয়। উক্ত ঘটনায় মা জেনারেল স্টোরের মালিক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে মানিকগঞ্জ থানার একটি মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ৩ মে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া এলাকা থেকে ঘটনার সাথে জড়িত আসামী সিলেট জেলার মোঃ তানভীর হোসেন ইসলাম (২৩), ও হবিগঞ্জ জেলার মোঃ মোস্তফা মিয়া (২২) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।এসময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার হয়। এছাড়া ঘটনার সাথে সম্পৃক্ত অপর দুই সহযোগী আসামী মোঃ রিপন,ও রাকিবুল হাসান সাকিব ওরফে হাসান (৩৮ ) পলাতক হয়েছে।তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমতিয়াজ আহম্মেদ (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ রউফ সরকার, গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমূখ।
উল্লেখ্য যে, গত ২৬ এপ্রিল দিবাগতরাতে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকার মা জেনারেল স্টোরের ভিতর রাতের আধারে সু-কৌশলে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙ্গে সিগারেট, মোবাইল কার্ড এবং নগদ টাকা চুরির ঘটনা ঘটে। এছাড়াও মানিকগঞ্জ শহরের বিভিন্ন জায়গার একই ভাবে আরো ১৪ টি দোকানে চুরির ঘটনা সংঘঠিত হয়। উক্ত ঘটনায় মা জেনারেল স্টোরের মালিক মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে মানিকগঞ্জ থানার একটি মামলা দায়ের করেন।