শাহীন তারেক,মানিকগঞ্জ২ নভেম্বর

আসন্ন আগামী ২৮ নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ও জাগীর ইউনিয়নে চেয়ারম্যান একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ)নির্বাচন বিধিমালা ২০২০ এর বিথি ২১ অনুসারে তাদেরকে বিজয়ী ঘোষনা করেন সদর উপজেলার নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার।
নির্বাচিতারা হলেন আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী গড়পাড়া ইউনিয়নের আফছার উদ্দিন সরকার ও জাগীর ইউনিয়নেসর মো.জাকির হোসে। ফলে ওই দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হবে না।বাকি অন্যান্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল ১২ নভেম্বর মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাচন অফিসার মোঃ সাহিদ হোসেন স্বাক্ষরিত পৃথক পৃথক দুইটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বিজয়ী ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *