মানিকগঞ্জ প্রতিনিধি,১২এপ্রিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন মানিকগঞ্জ সদর  উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা। প্রার্থীদের প্রচার-প্রচারণায় উপজেলা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া।

ভোটারদের সমর্থন ও দোয়া কামনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এরইমধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নিজেদের পক্ষে সমর্থন আদায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি পোস্টার, বিলবোর্ডে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন গুরম্নত্বপূর্ণ স্থান। রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজরে, নিজস্ব অফিসে ইফতার পার্টির আয়োজন করছেন প্রার্থীরা। ঈদের পরই হাট-বাজার, চায়ের দোকান ও বিভিন্ন মহলের ভোটারদের সাথে কুশল বিনিময়ে জমে উঠেছে নির্বাচনী আমেজ।

উপজেলা নির্বাচনে এবার দলীয়ভাবে মনোনয়ন না দেয়ার সিদ্ধান্তের কারনে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী  মাওলানা সালাহ উদ্দিন সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন।

এছাড়াও বর্তমান ভাইস-চেয়ারম্যান আব্দুল লতিফ তোতা ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট সাদিকুল ইসলাম সোহা সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

প্রার্থীরা নির্বাচনী এলাকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *