মানিকগঞ্জ প্রতিনিধি,৪ মার্চ

মানিকগঞ্জ সদর উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী নুরমোহাম্মদ জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক মোঃ শাহীনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

আজ (৪ মার্চ ) সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা রেজিস্ট্রার কার্যালয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভায় আয়োজন করা হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য সদর উপজেলা কাজী সমিতির সভাপতি হিসাবে পৌরসভার ২ নং ওয়ার্ডের কাজী নুর মোহাম্মদ জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসাবে পুটাইল ইউনিয়নের কাজী মোহাম্মদ শাহিনুর ইসলাম নির্বাচিত হন।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নবগ্রাম ইউনিয়নের কাজী মাওলানা মোঃ মোশারফ হোসেন,সহ-সভাপতি পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাজী মোঃ মনিরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক গড়পাড়া ইউনিয়নের কাজী মাওলানা মোঃ মহিদুর রহমান অর্থ সম্পাদক বেতিলা-মিতরা ইউনিয়নের কাজী আব্দুল সালাম ও প্রচার সম্পাদক পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাজী মোশারফ হোসেন।

নির্বাচন পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা কাজী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফজলুর রহমান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *