মানিকগঞ্জ সংবাদদাতা ,২৭ মে
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুই আওয়ামী লীগ নেতার হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। জানা গেছে,মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন কাপ-পিরিজ প্রতীকে এবং জেলা আওয়ামী-লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে নির্বাচনের প্রচারণা করছেন। এতে দলীয় নেতাদের মধ্যে দেখা দিয়েছে চরম বিরোধ।
অপর দিকে দুইজন প্রার্থী এলাকায় সুপরিচিত হওয়ায় ব্যাপক ছাড়া ফেলেছে ভোটারদের মাঝে। ফলে দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে ভোটারদের ধারণা।
মানিকগঞ্জ পৌরসভারসহ ১০টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৮২৩ জন। চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাত আওয়ামী লীগ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন তিনজন প্রার্থী এবং পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন চারজন প্রার্থী। ইতিমধ্যে প্রকাশ্যে পচার পচানো শেষ হয়েছে। আগামীকাল বুধবার (২৯ মে)সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে।