মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন -সুদীপ কুমার সাহা

 

মানিকগঞ্জ প্রতিনিধি, ০৭ মে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেকের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা।

আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন ,মানিকগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালিক স্বপ্ন তার গড়পাড়া নিজস্ব শুভ্র সেন্টারে সদর উপজেলা মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে সভা করেন। সেই সভায় তিনি আপত্তিজনক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য তুলে ধরেন ।ফলে ধর্মীয় সম্প্রতি বিনষ্ট ও সংখ্যালঘুদের মাঝে অনাস্থার এবং কৃষ্ণপুর ইউনিয়নে নির্বাচনের পূর্বে সরাসরি প্রকৌশলীকে সাথে নিয়ে বিভিন্ন প্রকল্পের আশ্বাস প্রদান করেছেন যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

তিনি আরো বলেন,জাহিদ মালেক স্বপন এমপি দলীয় একজন সংসদ সদস্য হওয়ার পরও একজন প্রার্থীর পক্ষে সরাসরি অবস্থান নেওয়ায় দলীয় কর্মী ও সমর্থকদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে।যা সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের অন্তরায়।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর সুলতানা, সাবেক কাউন্সিলর হামিদুর রশিদ কাজল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিদুজ্জামান মুহিদ ও দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিশির প্রমুখ।

উল্লেখ, গত ৫ মে এ উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।