মানিকগঞ্জ প্রতিনিধি, ৩১ জুলাই।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ-১ আসনের প্রয়াত সংসদ সদস্য
অধ্যক্ষ আবু মোহাম্মদ সায়েদুর রহমানের ২৬ তম মৃত্যু বার্ষিকী পালিন হয়েছে।
সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের শহীর রফিক সড়কের সাংস্কৃতিক বিপ্লবী
সংঘের হলরুমে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে প্রায় প্রয়াত এমপি
অধ্যক্ষ আবু মোহাম্মদ সায়েদুর রহমানের স্মৃতি চারণ করেন নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে সহধর্মীনি নীনা
রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-সভাপতি এবিএম হেলাল উদ্দিন, গাজী
কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারণ সুলতানুল আজম খানসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
বক্তব্য রাখেন।