মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ-২ ( সিংগাইর- হরিরামপুর ও সদরের তিন ইউনিয়ন) আসনের নৌকা প্রতীকের প্রার্থী সঙ্গীতশিল্পী মমতাজ বেগম এমপি‘র তিন সৎ বোন সমর্থন দিলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে। তারা হলেন- রেহেনা খাতুন, জাহানারা ও জয়মন্টপ ইউপির সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভীন। এরা সকলেই মমতাজের প্রয়াত পিতা মধু বয়াতির প্রথম স্ত্রীর সন্তান বলে জানা গেছে।
শনিবার (৩০ ডিেেসম্বর) রাত ১০টায় মমতাজ বেগমের নিজ গ্রাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম ভেঙ্গা মাকের্টে নির্বাচনী উঠান বৈঠকে ফুলের মালা দিয়ে দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে সমর্থন দেন। এ সময় হাজারো মানুষ করতালি দিয়ে তিন বোনের সাথে একাতœা ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো. আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো, মঞ্জুরুল করিমের
পরিচালনায় জয়মন্টপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন তার বক্তব্যে সংসদ সদস্য মমতাজ বেগমের আর্শীবাদপুষ্ট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের কাছে তার মত আরো ৯ ইউনিয়নের চেয়ারম্যানদের অপমান হওয়ার ঘটনা তুলে ধরেন। এ নিয়ে এমপি সাহেবের কাছে চেয়ারম্যানরা পাননি কোনো বিচার। এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে বিভিন্ন উন্নয়ন কাজে এমপির সহযোগিতা না পাওয়ার বিষয়টিও গ্রামবাসির কাছে তুলে ধরেন ওই চেয়ারম্যান। ইউপি সদস্য মো. মুজিবুর রহমানও এমপির অবহেলার কথা উল্লেখ করেন রাত্রকালীন নির্বাচনী এ সভায়। চেয়ারম্যানের অসম্মানের জবাব দিতে তারা হাত উচু করে ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলকে সমর্থন দিয়ে আগামী ৭ জানুয়ারি ভোট দেয়ার প্রতিশ্রæতি দেন।
প্রধান অতিথি‘র বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু মমতাজ বেগমের তিন বোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুর্ব ভাকুম গ্রামবাসির পাশে থাকার অঙ্গিকার করেন। এ সময় অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, ইউপি মেম্বার ইলিয়াস হোসেন, আবুল মান্নান সিকদার, মনসুর হোসেন প্রমুখ।

এর আগে জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া, রাজঘাটা, রামনগর ও রায়দক্ষিণ গ্রামে নির্বাচনী উঠান বৈঠক করেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *