সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ সংসদীয় আসনের ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীক বরাদ্দ চড়ান্ত হয়েছে। সোমবার(১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। এ আসনের চুড়ান্ত প্রার্থীরা হলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এ,কে এম ইকবাল হোসেন (নোঙ্গর),বাংলাদেশ সুপ্রিম পার্টি এ কে নাহিদ(একতারা),কৃষক শ্রমিক জনতালীগ(গামছা),স্বতন্ত্র দেওয়ান জাহিদ আহমেদ(ট্রাক),স্বতন্ত্র দেওয়ান সফিউল আরেফিন(মোড়া),বাংলাদেশ তরিকত ফেডারেশন ফেরদৌস আহমেদ আসিফ(ফুলের মালা),মমতাজ বেগম(নৌকা),স্বতন্ত্র মুশফিকুর রহমান খান(কেটলি),বাংলাদেশ কংগ্রেস মো.জাকির হোসেন(ডাব),স্বতন্ত্র সাহাবুদ্দিন আহমেদ(ঈগল) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উল্লেখ্য,সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভা,হরিরামপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও মানিকগঞ্জ সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। ঘোষিত তফসিল অনুসারে ১থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন বাছাই করা হয়। প্রার্থীতা প্রত্যাহার তারিখ ছিলো ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হয়েছে ১৮ ডিসেম্বর। ভোট গ্রহন ২০২৪ সালের ৭ জানুয়ারি।