
স্টাফ রির্পোটারঃ১০ নভেম্বর
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের এ.আর সি ইট খোলার মালিক আব্দুর রাজ্জাককে টাকা আত্মসাৎ এর অভিযোগে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে.কালিয়াকৈর এলাকার মাটি ব্যাবসায়ী আরশেদ আলীর তার পাওনা টাকা না দেওয়ায় মানিকগঞ্জ সদর থানায় অভিযোগ করেন।তার অভিযোগেরর ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যারর দিকে আব্দুর রাজ্জাককে আটক করেছে।
আজ বুধবার কোটে প্রেরন করা হবে ।
উল্লেখ যে,মিতরা এ.আর.সি খোলার মালিক আব্দুর রাজ্জাক এলাকার প্রায় দুই শতাধিক মানুষের কাছে প্রায় ১৭ কোটি টাকার অগ্রিম বিক্রি করে।ইট বিক্রির টাকা হাতিয়ে নেওয়ার পর ৪টি খোলাই বন্ধ করে দিয়ে সে অন্য ব্যাবসা করছে।স্থানীয় পাওনাদাররা টাকা ফেরতের দাবীতে ইতিমধ্যে জেলা প্রশাসক,পুলিশ সুপার বরাবর স্মাবকলিপি ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
ভুক্তভোগি আব্দুল খালেক বাবু বলেন,অগ্রিম ইট বিক্রি করে সেই টাকা দিয়ে তিনি এখন প্লোট্টিফার্ম,গরুর খামারসহ অন্যান্য ব্যাবসায় বিনিয়োগ করছে।পাওনা ইট অথবা টাকা ফেরত চাইতে গেলে আব্দুর রাজ্জাক ভয়ভীতি দেখায় ও বলে এখনতো ইট খোলা বন্ধ টাকা দিবো কই থেকে।তিনি আরো বলেন ১৭ কোটি টাকা আত্মসাতের জন্য তিনি ৪ বছর ধরে ইট খোলা বন্ধ করে দিয়ে গায়া ঢাকা দেওয়ার চেষ্ঠা করছে।