স্টাফ রিপোর্টার,২৫ নভেম্বর
মানিকগঞ্জেসদর উপজেলার মিতরা ইউনাইটেড ওয়েলফেয়ার হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি স্কুল মাঠে আয়োজিত প্ররস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুল হক সেকেন্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জজ কোর্টের সাবেক পিপি মোঃ আজাদ হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর(পিপি) এ্যাডভোকেট নূরতাজ আলম বাহার,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু।
স্কুলের প্রধান শিক্ষক মো.আজিজুল হকের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন আহমেদ,সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক,বাবু গুরুদাস চন্দ্র শীল,বাবু অরুণানন্দ ভট্টাচার্য্য,ডাক্তার আয়ূব আলী,মার্টিনেট রিভার্স এলোমেন্টারী স্কুলের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, মিতরা ইউনাইটেড ওয়েল ফেলার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল মালেকের প্রমূখ।