
ডেক্স রিপোর্ট ঃ
অভিনয় ও রাজনীতির মাঠে সমান তালে দাপিয়ে বেড়াচ্ছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের সংসদ সদস্য তিনি। সিনেমা ও রাজনীতি দক্ষ হাতে সামলাচ্ছেন। কিন্তু এখনো সংসার গোছালেন না। ৩২ বছর পেরিয়ে এখনো সিঙ্গেল মিমি। যতখানি চেয়েছেন, ক্যারিয়ারে সাফল্য তার চেয়ে বেশিই এসেছে বটে। তাই পরিবার থেকে নিয়মিতই তাকে বিয়ে করার জন্য বলা হয়। মিমি নিজেও বিয়ে করতে চান। কিন্তু বিপত্তি বাঁধে অন্য কিছুতে।
নতুন বছর উপলক্ষে কলকাতার এক গণমাধ্যমে নিজের সম্পর্কে লিখেছেন মিমি। সেখানে তিনি বলেন, ‘মা চান আমি বিয়ে করি। আমিও বিয়ে করতে চাই। তবে তার জন্য সময়ের অপেক্ষা। চোখের সামনে এত সম্পর্ক ভাঙতে দেখি! জানি নাৃ।’সূত্র ইনকিলাব