ডেক্স রিপোর্ট ঃ4মার্চ

আগামীকাল শনিবার মানিকগঞ্জে শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ঢাকা পশ্চিমাঞ্চলের ২১ জেলার বিভিন্ন উপজেলার আড়াই হাজার মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের মিলনমেলা।অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরে সব ধরনের যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। বাসস্ট্যান্ড থেকে শহর হয়ে বেউথা সড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, ১৯৭১ সালে ২নং সেক্টরের ঢাকা পশ্চিমাঞ্চলে ঢাকা মহানগর, ঢাকা জেলা, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার ২১ উপজেলার মুক্তিযোদ্ধাদের সংখ্য দিন দিন কমে যাচ্ছে। এ কারণে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের নিয়ে মিলনমেলার আয়োজন করা হয়েছে। মিলনমেলা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও উদ্বোধক হিসেবে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।এছাড়া কয়েকজন মন্ত্রী, উপমন্ত্রী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য উপস্থিত থাকবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *