মো রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মেসার্স সিংগাইর গ্যাস সেন্টার সেলস্ প্রোগ্রাম-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার সিংগাইর পৌর এলাকার কাংশা গ্রামে নিজস্ব গ্যাসের গোডাউনে সিংগাইর গ্যাস সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক কাংশা মাদ্রাসা এতিমখানার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাসেল এর সভাপতিত্বে ও লাফস গ্যাস এর রেজুনাল এক্সিকিউটিভ সেলস ম্যানেজার খন্দকার হাসানুর রহমান রবিন এর সঞ্চালনায় প্রধান অতিথি আঞ্চলিক দৈনিক”পৃথিবী প্রতিদিন”পত্রিকার সম্পাদক ও প্রকাশক এফ এম ফজলুল হক ফজলু বক্তব্য বলেন,এই কোম্পানীর শুরুতে ছিলাম বাকি জীবনভর সঙ্গে থাকবো বলে প্রতিশ্রুতি দেন। এবং কোম্পানীর সাফল্য ও উত্তারোত্তর কামনা করেন তিনি ।এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আই গ্যাস এর প্রতিনিধি, জেলা পরিষদের সদস্য এফ এম রিপন আক্তার ফজলু, মাহাবুব রহমান খোকন, মইন,আবুল কালাম। এতে আরোও উপস্থিত ছিলেন,মেসার্স সিংগাইর গ্যাস সেন্টারের সিংগাইর, সাভার, কলমা শাখার শতাধিক বিক্রয়কর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারি বৃন্দ। অনুষ্ঠান শেষে সিংগাইর গ্যাস সেন্টারের প্রতিষ্ঠাতা সর্বোচ্চ গ্যাস বিক্রয়কারী ও দক্ষ চালকদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। মেসার্স সিংগাইর গ্যাস সেন্টার এর প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান রাসেল সমাপনী বক্তব্য বলেন আজ বৃষ্টিতে অনুষ্ঠান আংশিক হওয়ায় আগামীতে অন্যত্র বড় করে অনুষ্ঠান করবো বলে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।