
- স্টাফ রিপোর্টার, ২৭ অক্টোবর
যমুনা টিভির স্টাফ রিপোর্টার বি এম খোরশেদ সড়ক দুঘটনায় গুত্বর আহত হয়েছেন।
জানা গেছে, বুধবার ১০ টার দিকে বাড়ি থেকে ফেরি ঘাটে খবর সংগ্রহ জন্য যাওয়ার সময় ঢাকা আরিচা মহাসড়কের আরপাড়া এলাকায় এদুরঘটনা ঘটে। এতে শরিরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। উথুলী হাসপাতাল থেকে মাথায় সেলাই করে বাড়ী নেওয়া হয়েছে তাকে।