
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
সামাজিক পূজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরণ(লোকমোর্চা) প্রকল্পের আওতায় দায়বদ্ধ সরকারি সেবা পরীবিক্ষণ বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(১১ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে “ওয়েভ ফাউন্ডেশনের”আয়োজনে “পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন”এর সহায়তায় দিন ব্যাপি এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন- লোকমোর্চার ফিল্ড কো-অডিনেটর কামরুজ্জামান যুদ্ধ,প্রোগ্রাম এডভাইজার আব্দুস শুকুর,প্রধান কার্যালয়ের সমন্বয়কারী নির্মল দাস। প্রশিক্ষনেরর মূল উদেশ্য ছিল সরকারি সেবা বঞ্চিত জনগনের পক্ষে “লোকমোর্চা”উকালাতি করা।
এসময় অতিথি হিসেবে ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার দিবন দেবনাথ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-“লোকমোর্চা”উপদেষ্টা জগদীশ চন্দ্র মালো,উপজেলা লোকমোর্চার সাধারন সম্পাদক আনোয়ারা খাতুন,লোকমোর্চার সমন্বয়কারী হাবিবুল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা সবুজ আলী। এ প্রশিক্ষন অংশ নেন-বীরমুক্তিযোদ্ধা সাদেক আলী,বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেন নান্নু,বীরমুক্তিযোদ্ধা কফিল উদ্দিন,অবসর প্রাপ্ত(পরিবার পরিকল্পনা পরিদর্শক)মো.হেলাল উদ্দিন,অবসর প্রাপ্ত বিজিবি(জুনিয়র কমিশন অফিসার)শহিদুল ইসলাম,সিংগাইর পৌর কাউন্সিলর পারুল আক্তার,তাসরিন নাহার, উপজেলা বিভিন্ন ইউনিয়নের লোকমোর্চার সদস্য ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।