
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপে বুধবার অনুষ্ঠিত হবে। এ জন্য সকল প্রকার প্রস্তুতি ও প্রত্যেক ভোট কেন্দ্রে সরঞ্জাম পৌছে গেছে বলে উপজেলা সহকারি রিটার্নিং অফিসার মো.শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন। এ উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচন হওয়ার লক্ষ্যে আইনশৃংখলা বাহিনীর মধ্যে পুলিশ,বিজিপি,আনসার রয়েছে চোঁখে পরার মত।
এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন,মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান ৩ জন। এতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ৯৩ জন। ভোট গ্রহন ৮ মে।