- মানিকগঞ্জ, ১৭মাচত
মানিকগঞ্জের ঘিওরে রিক্সার থাকায় মোঃ জালাল উদ্দিন(৭০)নামে এক পথচারী নিহত হয়েছেন।নিহতর বাড়ী ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামে।
আজ বৃহস্পতিবার(১৭ মার্চ)সকালে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল মিয়ার ছোট ছেলে আঃ মজিদ জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বের হন তার বাবা।সকাল ৭টার দিকে বাড়ির অদূরে একই এলাকার রিক্সাচালক আব্দুল মাজেদ আরেকটি রিক্সাকে ওভারটেকিং করতে গিয়ে জালাল মিয়াকে ধাক্কা দেন।এতে গুরুতর আহত হন তিনি।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতী করেন। পরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
নিহত জালাল উদ্দিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের(বিআইডব্লিউটিএ) অবসরপ্রাপ্ত একজন কর্মচারী ছিলেন। ৪ ছেলে ও দুই কন্যা সন্তানের জনক তিনি।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রিয়াজুদ্দিন আহমেদ বিপ্লব জানান, দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।