শাহীন তারেক;৬ নভেম্বর
মপরিবার কল্যাণ মন্ত্রী বলেন, এখনো দেশে করোনা আছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। করোনা আমাদের নিয়ন্ত্রনের মধ্যে চলে এসেছে। করোনা নিয়ন্ত্রনে টিকার একটি বড় ভূমিকা রয়েছে। সারা দেশে ইউপি নির্বাচন হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে মানুষজন একজন আরেক জনের সাথে কোলাকুলি করেন। এতে করোনা ঝুকি রয়ে যায়। তাই ইউপি নির্বাচনে প্রচারনার ক্ষেত্রে প্রার্থীদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করেন ।
মন্ত্রী বলেন,দলের মনোনীত প্রার্থীর বিরোধীতা করা যাবে না। দলীয় প্রার্থীর বিরোথিতা করাই মানে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাথে বিরোধীতা করা। এই বিরোধীতাকারীদের কোন ভাবেই বরদাস্ত করা হবে না। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া শুভ্রসেন্টারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্ধিত সাভায় নেতা কর্মীদের উদ্দেশ্যে স্বা¯’্য মন্ত্রী আরো বলেন, আমাদের রাজণীতির প্রতিপক্ষ আমরা নই। আমাদের রাজনীতির প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীরা। এই বিরোধী শক্তি দুর্গাপুজার সময় তান্ডব চালিয়ে দেশের বিভিন্ন ¯’ানে প্রতিমা, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও অগ্নি সংযোগ করেছেন। তারা দেশের ভাবমূর্তি বিনষ্টসহ দেশের উন্নয়ন কর্মকান্ড ¯’বির করার গভীর ষডযন্ত্র করেছেন।
এ সময় আরো ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পদকগন।