সিংগাইর(মানিকগঞ্জ)থেকে

সামাজিক পূজি গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি সেবাসমূহ জনবান্ধবকরন(লোকমোর্চা) প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৬ জুন) সকাল ১১ টার দিকে উপজেলা লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা লোকমোর্চার সভাপতি হাজী আব্দুল বারেক খানের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চা প্রকল্পের সমন্বয়কারি মো.হাবিবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সৈয়দা তাসনুভা মারিয়া,আবাসিক মেডিকেল অফিসার ডা.হাফিজুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান,উপজেলা শিক্ষা অফিসার সুলতানা আসমা খান,সমাজসেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আ:হান্নান,সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক,লোকমোর্চার উপদেষ্টা জগদীশ চন্দ্র মালো ও সত্য নারায়ণ দাস প্রমুখ। এ ছাড়াও মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *