মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:
মানিকগঞ্জের সিংগাইর শান্তিপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(২৭ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে শান্তিপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠে চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ.আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপ-পরিচালক(উপসচিব),স্থানীয় সরকার,মানিকগঞ্জ মুহাম্মদ.সফিকুল ইসলাম,সিংগাইর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) শামমা লাবিবা অর্নব। অন্যন্যদের মধ্য ছিলেন-উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার এমডি.সুজন মেটাল ইন্ডাষ্ট্রিস লি:আলহাজ্ব দেওয়ান মো.তমিজউদ্দিন,সাবেক সভাপতি শান্তিপুর আর্দশ উচ্চ বিদ্যালয় বীরমুক্তিযোদ্ধা এম.এ মান্নান,সভাপতি শান্তিপুর আহমদিয়া মাদ্রাসা ও এতিমখানা আলহাজ্ব মশিউর রহমান বানী মোল্লা,প্রথম শ্রেনীর ঠিকাদার আলহাজ্ব মো.আবু সাঈদ,প্রধান শিক্ষক শান্তিপুর আর্দশ উচ্চ বিদ্যালয় এনামুল হক প্রমুখ।