অনলাইন ডেক্সরির্পোট,
- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সৈয়দ আরিফ আহমেদ দরুদ (২৪) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর পূর্ব রামপুরা এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, পরিবার থেকে দরুদের বিয়ে মেনে না নেয়ায় মনের ক্ষোভে তিনি আত্মহত্যা করেন।
জানা গেছে, নিহত সৈয়দ আরিফ আহমেদ দরুদ মাগুরা শ্রীপুর উপজেলার মৃত আহাম্মদ আক্তারের পুত্র। তার দাদা কবি সৈয়দ ফররুখ আহমদের নাতি। দরুদ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিবিএর শিক্ষার্থী ছিলেন। তিনি পূর্ব রামপুরা এলাকার একটি বাড়ির চার তলায় ভাড়া থাকতেন।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় দরুদের মা রেবেকা আক্তার ও বোন গ্রামের বাড়িতে ছিলেন। তারাও মানসিকভাবে অসুস্থ। প্রাথমিক ধারণা করা হচ্ছে, গতকাল শনিবার দুপুরের দিকে দরুদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠা