শাহীন তারেক,মানিকগঞ্জ , ২০ সেপ্টেম্বর
মানিকগঞ্জের শিবালয়ে আবারো একটি করবস্থান থেকে ৪ টি মানুষের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে শিবালয় উপজেলার বড়-বোয়ালী কবরস্থানে কোন এক সময় ওই কঙ্কাল গুলো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহ নূর এ আলম কবর চুরির ঘটনা স্বীকার করে বলেন, মঙ্গলবার রাতে যে কোনো এক সময় উপজেলার শিবালয় ইউনিয়নের বড়বোয়ালী কবরস্থান থেকে চারটি মানুষের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা কেবা কারা চুরি করেছে তা জানা যায়নি।এর আগেও দুই দফায় একই কবরস্থান থেকে ১১ টি মানুষের কঙ্কাল চুরি হয়।
এদিকে পরপর কয়েকবার একই কবরস্থান থেকে মানুষের কঙ্গাল চুরি হওয়ায় স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে ।তারা দ্রুত ঘটনার তদন্ত করে কঙ্কাল চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার(শিবালয় সার্কেল)নুরজাহান লাবনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য,এর আগে গত ১১আগষ্ট একই উপজেলার কাতরাসিন ও বোয়ালি এলাকার দুটি কবরাস্থান থেকে ১২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *