
- মানিকগঞ্জে গাড়ীর টেপড়া আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে গাড়ী চাপায় স্কুল শিক্ষিকা ও ছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সাড়ে ১০ টার দিকে শিবালয় উপজেলার টেপড়া আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলে ঠিকাদারী কাজে নিয়োজিত একটি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল আলীম মেমোরিয়াল স্কুলের শিক্ষীকা শিবালয় উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তাসনীম।
জানা গেছে, এনডিই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালবাহী একটি গাড়ী স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখতো। সকালে শিক্ষার্থীরা খাবার বিতরনের জন্য মাঠে আসে। এসময় গাড়ির চালক গাড়িটিকে স্কুল থেকে বের করার উদ্দেশ্যে চালু করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। এতে শিক্ষিকা ফাতেমাসহ আরো ৪/৫ জন গুরুতর আহত হন। পরে তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান এবিষয়ে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।