
রফিক খান,মানিকগঞ্জ:২২ সেপ্টেম্বর।।
মানিকগঞ্জে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আওলাদ হোসেন (৪০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
বুধবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর কাঁচামালের আড়ৎ এর জাকির হোসেনের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ র্যাব-৪ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ভিকটিম শিশুটি ভাটবাউর এলাকায় তার নানির কাছে থেকে লেখাপড়া করে। সেই সূত্রে আসামি আওলাদ হোসেন শিশুটির প্রতিবেশী। আওলাদ হোসেন সদর উপজেলার ভাটবাউর কাঁচামালের আড়ৎ এর মোঃ জাকির হোসেন এর দোকানে ম্যানেজার হিসাবে কাজ করে। বুধবার সকাল ৮ টার দিকে ভিকটিম ওই শিশু কাঁচাবাজার আড়ৎ এর মধ্যে মুদি দোকানে খাবার কিনতে যায়। তখন আসামী আওলাদ হোসেন ভিকটিমকে একা পেয়ে তাকে খাবার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে দোকানের মধ্যে টং এর উপরে নিয়ে যায়। অতঃপর ভিকটিমকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে বলে, “আমি এখন যা করব তুই চুপ থাকবি, চিৎকার করলে তোকে মেরে ফেলবো”। ধর্ষক আওলাদ হোসেন ধর্ষণ চেষ্টা করলে ভিকটিম চিৎকার দেওয়ার করে এবং হাত-পা ছুটাছুটি করলে পাশের আড়ৎ এ থাকা মোঃ তুহিন দেওয়ান নামের এক ব্যক্তি ঘটনাটি টের পেয়ে ধর্ষক আওলাদকে ধরে ফেলে। পরে ঘটনাটি আড়তের সভাপতি, সেক্রেটারী ও গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা র্যাব-৪ মানিকগঞ্জ অফিসে জানায়। পরে ঘটনাস্থল থেকে আসামি আওলাদ হোসেনকে গ্রেফতার করে ও ভিকটিমকে হেফাজতে নেয় র্যাব-৪।
মানিকগঞ্জের র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভবিষ্যতেও অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।