
মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ৪ ডিসেম্বর
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম
জন্ম দিন উপলক্ষ্যে মানিকগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রান্না করা খাবার
বিতরন করছেন জেলা যুবলীগ।
শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা যুবলীগের আহবায়ক আব্দুর
রাজ্জাক রাজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য
রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা
গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম
খান আপেল, জেলা যুবলীগের যুগ্ম আয়বায়ক মাহবুল আলম জনি, জেলা যুবলীগের
আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম সুমন, মাহবুবুল খান খালিদ, মাববুব
রনি, সৌমিত্র সরকার, নারী নেত্রী কাউন্সিলর জেসমিন আক্তার, সুলতানা আক্তার
প্রমূখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
শেখ ফজলুল হক মনির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মী ও
সাধারণ মানুষজনের মধ্যে রান্না করা খাবার বিতরন করা হয়।