মানিকগঞ্জ প্রতিনিধিঃ১৮ অক্টোবর

শেখ রাসেল ৬০তম জন্মদিন পালন উপলক্ষে”‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে স্থানীয় প্রকৌশলী অফিস এলজিইডির উদ্যোগে একটি র‌্যালী বের করেন।
গতকাল বুধবার র‌্যালীটি অফিসের সামনে থেকে রেব করে স্থানীয় শহীদ স্মৃুতিস্তম্বতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করের।
শ্রদ্ধা নিবেদন র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে অফিসে গিয়ে শেষ হয়।
স্থানীয় সরকার প্রকেীশলী অফিস(এলজিইডি)র নির্ববাহী প্রকৌশলী মো.ফয়জুল হক,সিনিয়র প্রকৌশলী মো.আনোয়ার রহমান.উপ-সহকারি প্রকৌশলী প্রদীপ কুমার,সহকারী প্রকৌশলী ইমরুল কায়েস এ র‌্যালীর নেতৃত্ব দে

উল্লেখ যে,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *