মানিকগঞ্জ প্রতিনিধি ঃ ১৮ আগস্ট

ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথি উপলক্ষ্যে মানিকগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট আলোচনা সভা, কৃষ্ণসাজ, কুইজ প্রতিযোগিতা ও প্রার্থনা সভার আয়োজন করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০ টায় মানিকগঞ্জ দাশড়া কালিখোলা নাটমন্দিরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সদস্য বীরমুক্তিযোদ্ধা রেখা রানি গুনের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পৌর মেয়র রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ল²ী চ্যাটার্জি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, কালিখোলা মন্দিরের সভাপতি গুরুদাশ রায় ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহকারী পরিচালক সনজিৎ কুমার সাহা ।

পরে জাতি ধর্মনির্বিশষে সকলের জন্য বিশেষ প্রার্থনা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *