নিউজ ডেস্ক,৯জানুয়ারি

সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হতে এমন আলোচনায় উঠে এসেছে মানিকগঞ্জের মেয়ে কন্ঠশিল্পী  মমতাজ বেগমের নাম ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গত রোববার (৭ জানুয়ারি)। নবনির্বাচিত এমপি ও মন্ত্রীপরিষদের সদস্যদের শপথ গ্রহণের আগেই আলোচনা-সমালোচনা সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নিয়ে।(সূত্র-ইনকিলাব ৯জানু:)
আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এবার আওয়ামী লীগ ২২২টি আসনে জয়লাভ করেছে। সে হিসেবে ৩৭জন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আওয়ামী লীগের হওয়ার কথা।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতাদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে রাজপথের পরীক্ষিত নেত্রীদের মধ্যে থেকে নারী সংসদ সদস্য করার দাবি জানানো হয়েছে। মনোনয়ন প্রত্যাশীরাও বলছেন, তারা দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতিতে আছেন। পরীক্ষিত নেত্রীদের বিষয়ে দল মূল্যায়ন করলে তারা মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। একাধিক নেত্রীর সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।
সংরক্ষিত আসন থেকে কে হচ্ছেন নারী সংসদ সদস্য তা নিয়ে এখনই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা-কল্পনা। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই সম্ভাব্য নারী সংসদ সদস্য প্রার্থীদের নজর এখন সেদিকেই।
দলীয় সূত্র জানিয়েছে, এবারও নারী সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে দলীয়ভাবে বিভিন্ন ত্যাগী নারী নেত্রীদের প্রধান্য থাকবে। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে এমন পেশাজীবিদেরও প্রধাণ্য দেওয়া হবে।
যারা নারী সংসদ সদস্য হতে পারেন- এমন সম্ভব্যদের নাম খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহারার লাইলী। তিনি এবারের সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন দলের। কিন্তু পরে জোটের আসন সমঝোতায় তাকে প্রার্থীতা প্রত্যাহার করতে হয়। ইতিমধ্যে আলোচনায় রয়েছেন- আওয়ামী লীগের আন্তজার্তিক সম্পাদক ও বরিশাল থেকে দলের মনোনয়ন পাওয়ার পরও প্রার্থীতা বাতিল হওয়া শাম্মী আহমেদ। এ ছাড়া আলোচনায় রয়েছে, মানিকগঞ্জ থেকে এবার সংসদ সদস্য নির্বাচনে পরাজিত শিল্পী মমতাজ, ঢাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা ও সাবেক নারী সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, শিরীন আহমেদ,আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী তারানা হালিম, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক অপু উকিল, যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চৈতালী হালদার চৈতী, যুব মহিলা লীগের বর্তমান সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী, অভিনেত্রী শমী কায়সার, অভিনেত্রী অরুণা বিশ্বাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী মারুফা আক্তার পপি, মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা ক্রিক, আওয়ামী লীগ নেত্রী কানতারা খাঁন, এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, অ্যাডভোকেট তুরিন আফরোজ, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরোয়ার কাবেরী, অভিনেত্রী রোকেয়া প্রাচীর নাম আলোচনা রয়েছে। জানা গেছে, নারী সংসদ সদস্য হতে আলোচনায় আছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, ভালুকা থেকে বর্তমান নারী সংসদ সদস্য মনিরা সুলতানাও দীর্ঘদিন ধরে এ আলোচনায় রয়েছে।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। এর পর ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারী শপথ নেন নারী সংসদ সদস্যরা। গত সংসদে প্রথম ধাপে বাংলাদেশ আওয়ামী লীগের ৪৩ জন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজনসহ ৪৫ জন সংসদ সদস্য শপথ নেন। দ্বিতীয় ধাপে জাতীয় পার্টির চার সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *