স্টাফ রিপিার্টার, ২২ অক্টোবর
মানিকগঞ্জে দুর্গা পুজামন্ডপ পরিদর্শনের সময় পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মো. হারুন-অর-রশীদ বলেন,সমাবেশের নামে দেশে বিশৃঙ্খলা করলে তাদের ছাড় দেওয়া হবে না ।
গতকাল রোববার রাতে মানিকগঞ্জ জেলাশহরের কালীবাড়ি আনন্দময়ী নাট মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশের কাছে উন্নত প্রযুক্তি আছে। এ কারণে পুলিশ জানে কারা ঘাপটি মেরে বসে থেকে দেশের ক্ষতি করতে পারে এবং দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে। এজন্য পুলিশ আগে থেকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। কেউ যদি ভিন্নপথে অন্যকিছু করার চেষ্টা করে তাহলে তা করতে দেওয়া হবে না।
পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের সদস্য সুভাষ সরকারসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।