সরকার রাজস্ব বঞ্চিত
সিংগাইরে হাট-বাজার ইজারায় সমঝোতা !
মো.রকিবুল হাসান বিশ^াস, সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হাট-বাজার ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতা করার অভিযোগ ওঠেছে ক্ষমতাসীন দলের দায়িত্বশীল কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে । কাগজ-কলমে সবকিছু ঠিকঠাক থাকলেও কৌশলে সরকারকে বঞ্চিত করা হয়েছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। এ নিয়ে সরকারদলীয় একাংশের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, বাংলা ১৪২৯ সনে উপজেলার ২৫ টি হাট-বাজার ইজারার দরপত্র আহবান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সে অনুযায়ী গত ৮ মার্চ ছিল দরপত্র বিক্রির শেষ দিন। পরদিন ৯ মার্চ দুপুর পর্যন্ত দরপত্র দাখিল করা হয়। তার আগেই গুরুত্বপূর্ণ সিরাজপুর পশু ও সাধারন হাট, বায়রা পশু ও সাধারন হাট, জয়মন্টপ পশু হাট, জয়মন্টপ সাধারন হাট ও সাহরাইল দৈনিক বাজার ইজারা নিয়ে সমঝোতার ফন্দি আঁটে একটি চক্র। চক্রটি এ হাটগুলোর দরপত্র ক্রয় করতে আসা ব্যক্তিদের বাঁধা প্রদান করে। নানা বাঁধা বিপত্তির মুখে ওই হাট- বাজারগুলোর প্রতিটিতে ৭/৮ টি দরপত্র বিক্রি হয়। প্রত্যকটিতে জমা পড়ে ৩টি করে। অধিকাংশ ক্রেতাই তোপের মুখে দরপত্র গুলো জমা দিতে পারেননি।
সুত্র মতে, ৯ মার্চ বিকেল ৩ টায় দরপত্র বক্স খোলা হয় । সমঝোতা অনুযায়ী ,সিরাজপুর পশু ও সাধারণ হাটের সর্বোচ্চ দরদাতা দেখানো হয়েছে চান্দহর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মো. আজিজুর রহমান, বায়রা পশু ও সাধারন হাটের ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মহিদুর রহমান, জয়মন্টপ সাধারন হাটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *