সাটুরিয়া(মানিকগঞ্জ)সংবাদদাতাঃ১২মার্চ
ইনকিলাবের মানিকগঞ্জ জেলা সংবাদদাতা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক শাহীন তারেকের পিতা মো. আমেজ উদ্দিন (৯৬) প্রথম মৃত্যু বার্ষিকী কাল।
তিনি ২০২১ সালের ১২ মার্চ ডায়েবেটিসসহ বিভিন্ন রোগে আক্রাান্ত হয়ে শুক্রবার বেলা ৩ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার আইরমাড়া নিজ বাস ভবনে মারা যান। তিনি ৩ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য গুনগাহি রেখে গেছেন।সকলের কাছে পিতার আত্মার মাগফিরাত কামনা ও দোয় চেয়েছেন তার পরিবার।