
নিজস্ব প্রতিবেদক,৫ জুন
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ সদর উপজেলার হাসলী গ্ৰামের শিল্পী আবুল বাসার আব্বাসীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে একটি বেসরকারি সংস্থা।
বুধবার (৫জুন) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া আফতার উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ আয়োজিত কৈশোর মেলায় তাকে এই বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে বেসরকারি এনজিও আরব এর উপ-পরিচালক নুরতাজ আলমের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটন ঢালী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার রুশিয়া আক্তার রত্না, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ নাবিলা চৌধুরী, উপজেলা কৈশোরকালীন প্রোগ্রাম অফিসার তাপস ঘোষ ও আফতার উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আবুল বাসার আব্বাসী বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের পল্লীগীতি শাখায় তালিকাভূক্ত নিয়মত একজন কন্ঠশিল্পী।এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, যৌতুক,বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামুলক গান লিখে বিশেষ অবদান রেখেছেন আবুল বাসার আব্বাসী। তার পিতা বাংলা একাডেমীর ফেলোশিপ সায়েদুর রহমান বয়াতি।