ডেক্স রিপোর্টঃ৯ জুলাই

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অপহরণের চার দিন পর নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ।আজ  রোববার (৯ জুলাই)ভোরে উপজেলার ব্রাক্ষণবাড়ী গ্রাম থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবু সাঈম নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

জানা গেছে, সাটুরিয়া রফিক রাজু ক্যাডেট স্কুলের নবম শ্রেণির ছাত্রী গত ৬ জুলাই স্কুলে প্রাইভেট পড়ার জন্য আসে। স্কুল গেট থেকে আবু সাঈম নামে এক যুবক তাকে জোরপূর্বক ধরে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। ওই ছাত্রী নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজ করলে তাকে না পেয়ে সাটুরিয়া থানায় অভিযোগ করেন।
ছাত্রীর বাবা জানান, অনেকদিন থেকে আমার মেয়েকে সাটুরিয়ার ব্রাক্ষণবাড়ী গ্রামের মো. শামীম হোসেনের ছেলে আবু সাঈম উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে স্কুলে আসা যাওয়া সময় কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোববার ভোরে সাটুরিয়া ইউনিয়নের ব্রাক্ষণবাড়ী গ্রাম থেকে মেয়েকে উদ্ধার করে।
ওই শিক্ষার্থী পুলিশি হেফাজতে থেকে বলেন, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে অপহরণ করে জোরপৃর্বক একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে সাঈম হোসেন।
ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা ও আদালতে জবানবন্দি দেওয়ার জন্য থানায় আনা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন হোসেন।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. ইমাম আল মেহেদি সাংবাদিকদের জানান, ওই ছাত্রীকে রোববার ভোরে উদ্ধার করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে আমরা কাজ করছে। এ বিষয়ে মেয়ের বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *