
সাটুরিয়ায় মাকে হত্যা চেষ্টায় ছেলে গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি।
নেশা টাকা না পেযে মানিকগঞ্জের সাটিুরিয়ায় মাকে হত্যার চেষ্টার অভিযোগে ছেলে খোকন মিয়াকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সাটুরিয়ায় উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত খোকন মিয়া সাটুরিয়ায় বালিয়াটি এলাকার মৃত মঙ্গল মাঝির ছেলে। তিনি পেশায় কসাই।
থানা পুলিশ জানান, নেশার টাকা ফুড়িয়ে গেলে মা ফিরোজা বেগমের সাথে খারাপ ব্যবহার করত ছেলে খোকন মিয়া। নেশার টাকায় জন্য বেশ কয়েকবার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে এবং টাকা না পেয়ে অনেক সময় তার মায়ের বসত ঘর পুড়িয়ে দেয়ার হুমকিও দিয়েছে। নেশার করার জন্য সোমবার সকালে মা ফিরোজা বেগমের কাছে টাকা চায় ছেলে খোকন। কিন্তু নেশার জন্য টাকা না পেয়ে মায়ের পিছনে পিছনে বাড়ি থেকে বের হয়ে আসে এবং বাড়ির অদূরে বালিয়াটি চৌরাস্তার মোড়ে মাকে একা পেয়ে মারধর করে হত্যার উদেশ্যে গলা পিটে ধরে। এসময় তার মায়ের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছেলে পালিয়ে যায় এবং আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার প্রাথমিক চিকিৎসা করে থানা নিয়ে যায় স্থানীয়রা।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফুল আলাম জানান,ভুক্তভোগী ফিরোজা বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন এবং অভিযোগের পর ছেলে খোকনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল খোকন মিয়াকে কোর্টে পাঠানো হবে বলেও তিনি জানান।