সাভারে মাটি খুঁড়ে অজ্ঞাত (২৭) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলশি। মঙ্গলবার সন্ধ্যায় সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের দক্ষিন মটেকা গ্রামের পরিত্যাক্ত একটি খালি জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সাভার ট্যানারি পুলশি ফাঁড়ির উপ-পরিদর্শ ক (এসআই) জাহিদুর রহমান জানান, স্থানীয় এক কৃষক পরিতাক্ত খালি জমির মাটিতে পুতা মানুষের পা দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলশি এসে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে। মরদেহের পরনে জিন্স প্যান্ট ও র্শাট ছিল। শরীরে অসংখ্য জখমরে চিন্হ ও গলা কাটা ছিল।
তিনি ধারনা করছেন, ৩/৪দনি আগে র্দুবৃত্তরা অজ্ঞাত যুবকটিকে হত্যার পর লাশটি মাটিতে পুতে রাখতে পারে।