
বিশেষ প্রতিনিধি,৮ মে
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপে মানিকগঞ্জের সিংগাইরে অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ,উৎসব মুখোর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে একই গ্রামের ৩ জন বিজয়ী হয়েছেন। বুধবার(৮ মে ) সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন ১টি পৌরসভা ১০১টি কেন্দ্রে সকাল ৮ থেকে শুরু হয়ে একটানা ভোট গ্রহন চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গনণা শেষে বিভিন্ন কেন্দ্রের ফলাফল উপজেলা পরিষদের হলরুমে জমা দেন। পরে সমস্ত কেন্দ্রের ফলাফল গননা করে রাত ১০ টায় উপজেলা সহকারি রির্টানিং মো.শরিফুল ইসলাম ফলাফল ঘোষনা করেন। এতে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম(কাপ পিরিচ প্রতীক)। তিনি ভোট পেয়েছেন-৪৭ হাজার ৯শত ৮৮ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আব্দুল মাজেদ খান( আনারস প্রতীক)ভোট পেয়েছেন ৩৮ হাজার ২ শত ১৪ । ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন মো.রমিজউদ্দিন(তালা প্রতীক। তিনি ভোট পেয়েছেন,৪৫ হাজার ৭ শত ৫৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.আব্দুস সালাম মোল্লা(মাইক প্রতীকে) ভোট পেয়েছেন ৩০ হাজার ৬শত ৮১ । মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন আনোয়ারা খাতুন(হাঁস প্রতীক । তিনি ভোট পেয়েছেন,৬৯ হাজার ৬শত ৮১ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.আফরোজা রহমান লিপি (কলস প্রতীক) ভোট পেয়েছেন,২২ হাজার ৮ শত ২৮ । এ নির্বাচনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ,বিজিবি,র্যাব,আনসারও গ্রাম পুলিশ ছিলো চোঁখে পরারমত।