সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃ

মানিকগঞ্জের সিংগাইর
উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ সাজেদুল আলম স্বাধীন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিপুর্বে টানা দুইবার তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জনপ্রিয়তার দিক থেকে এবারও তিনি রয়েছেন শীর্ষে। প্রশাসনের কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানিয়েছেন তিনি।

শুক্রবার (৫ নভেম্বর) রাতে সাজেদুল আলম স্বাধীন ¯’ানীয় গণমাধ্যমকে জানান, বিএনপি থেকে আওয়ামীলীগে
যোগদানকারী নৌকা প্রতীকের প্রার্থী দেওয়ান রিপন নির্বাচনী মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রতিনিয়ত আমার নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শনসহ মামলা হামলার হুমকি দি”েছ। নির্বাচনী প্রচারণায় দেয়া হ”েছ বাধা। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। স্বাধীন বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে আমার কর্মী- সমর্থকদের ওপর হয়রানির মাত্রাও বেড়েই চলছে। দেওয়ান রিপন অনুসারিরা প্রকাশ্যে বলে বেড়া”েছ তার নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও পুড়িয়ে মিথ্যা মামলা দিয়ে আমিসহ আমার কর্মী সমর্থকদের জেল জুলুম খাটানোর পায়তারা করছে। যাতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হই। সর্বোপরি নির্বাচন কমিশনারসহ প্রশাসনের নিকট সুষ্ঠু নির্বাচনের জোর দাবী জানান চেয়ারম্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *