সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্নকার পট্রিতে তিনটি সরকারি চান্দিনা ভিটি লীজ নিয়ে বিক্রির অভিযোগ ওঠেছে।
ওই বাজারের হাজী জুয়েলার্সের স্বত্তাধিকারী মজিবর রহমান চান্দিনা ভিটি নিজের নামে লীজ নিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে অন্যদের কাছে হস্তান্তর করেছেন। হস্তান্তর গ্রহীতারা হচ্ছেন-মক্কা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেম, অন্তর জুয়েলার্সের রফিকুল ইসলাম ওরফে গেদু ও জননী জুয়েলার্সের রফিকুল ইসলাম দেওয়ান। তিনটি দোকানের জন্য তাদেরকে সর্বমোট ৩৭ লক্ষ টাকা দিতে হয়েছে মজিবর রহমানকে।
জানা গেছে, মজিবর ওই পজিশনগুলো বিক্রির পর গ্রহীতাদের মালিকানা বুঝিয়ে দিয়েছেন। তার সাথে চুক্তি অনুযায়ী ৩ ব্যক্তিই দোকানের দখল বুঝে নিয়ে রমরমা ব্যবসা পরিচালনা করছেন। ইতিমধ্যে স্থানীয় ভূমি অফিসে লীজের মালিকানার পরিবর্তন করতে গেলে ঘটনা প্রকাশ পায়। সরকারি বিধি মোতাবেক লীজ দেয়া চান্দিনা ভিটি কোনো ভাবেই অন্যের কাছে হস্তান্তর করার সুযোগ নেই। মক্কা জুয়েলার্সের স্বত্তাধিকারি আবুল কাশেম বলেন, আমি আপনাকে চিনি না, এ বিষয়ে কথা বলবো না। অন্তর জুয়েলার্সেও মালিক রফিকুল ইসলাম খেদু বলেন, আমার মরুব্বীদের সাথে পরামর্শ করে পরে আপনাকে জানাব। জননী জুয়েলার্সের রফিকুল ইসলাম দেওয়ান অল্প কিছু টাকায় পজিশন ক্রয়ের কথা স্বীকার করে বলেন, মৌখিকভাবে নিয়েছি। সিংগাইর ভুমি অফিসের নাম পরিবর্তনের জন্য আবেদন দেয়া হয়েছে।
সরকারিভাবে লিজ পাওয়া অভিযুক্ত মজিবর রহমানের কাছে নাম পরিবর্তনেরর প্রশ্ন করলে কোনো সদোত্তর দিতে পারেননি। তিনি বলেন, অগ্রিম টাকা নিয়ে দোকানগুলো ভাড়া দিয়েছি।
স্থানীয় চারিগ্রাম ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মোঃ খায়রুল বাশার বলেন, চান্দিনা ভিটির পজিশন বিক্রির কথা শুনে নবায়ণ স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ূম খান বলেন, সরকারি বন্দোবস্ত দেয়া জায়গা বিক্রি বা হস্তান্তর করার কোনো সুযোগ নেই। চারিগ্রাম বাজারের অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *