মো.রকিবুল হাসান,সিংগাইর (মানিকগঞ্জ):

আসন্ন ইউপি নির্বাচনে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী কামরুজ্জামান। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে দক্ষিণ জামশা বাসষ্ট্যান্ড নির্বাচনী ক্যাম্পে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

গাজী কামরুজ্জামান বলেন, উন্নয়ন বান্ধব শেখ হাসিনা সরকারের এজেন্ডা গ্রামকে শহরে পরিণত করতে মাঠ পর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যানদের গুরুত্ব অপরিসীম। এজন্য আগামী ১১ নভেম্বর ভোটে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব ভোটারদের। সফল ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী কামরুজ্জামান সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, চলমান করোনাকালে ওই ইউনিয়নের ২ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তাসহ সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। জয়ের ব্যাপরে তিনি শতভাগ আশাবাদী।

পাশাপাশি প্রতিদ্বন্দ্বী একাধিক প্রার্থীর লোকজন দক্ষিণ সাড়ারিয়া বাজারে নৌকার অস্থায়ী ক্যাম্পে ভাংচুরসহ বিভিন্ন জায়গায় তার পোস্টার ছিড়ে ফেলেন বলেও তিনি অভিযোগ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক শিহাব শেখ, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মনির হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *