
মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)থেকে:
মানিকগঞ্জের সিংগাইরে ফেলে রাখা নবজাতককে উদ্ধার করেছেন সিংগাইর থানা পুলিশ। উদ্ধারের পর সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা তাছলিমা-আসমান গণি নি:সন্তান দম্পত্তির নিকট হস্তান্তর করেন। এসময় ওসি আর্থিক সহায়তা প্রদান করেন । ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর ৬ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাকার জনৈক আরিফ হোসেনের বন্ধ মুদি দোকানের সামনে।
স্থানীয় ও থানা পুলিশ জানান,বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে আরিফ হোসেনের বন্ধ মুদি দোকানের সামনে কে বা কারা ১ দিন বয়সের নবজাত পুত্র শিশুকে ফেলে রেখে চলে যায়। মুদি দোকানের পাশের রংমালা বেগম (৩০) নামের এক নারী দেখতে পায়। বিষয়টি মূহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে তাৎক্ষনিক থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাত শিশুকে উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত শিশুটিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান-এর দিক নির্দেশনায় ওই গ্রামের নিঃসন্তান দম্পত্তি তাছলিমা আক্তার(২৮) ও আসমান গণির হেফাজতে দেয়া হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা বলেন, নিঃসন্তান তাছলিমা-আসমান দম্পত্তিকে নবজাত শিশুটি দেয়া হয়েছে। শিশুটি পেয়ে তারা খুবই আনন্দিত। তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে নবজাতকের খোজ-খবর রাখা হবে বলে জানান তিনি।