
মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর ( মানিকগঞ্জ)থেকে :
সিংগাইরে অগ্নিকাণ্ডে এক কৃষকের তিনটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা গেছে। এতে প্রায় ৭- ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঈদের দিন বৃহস্পতিবার ( ১১ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ধল্লা ভুঁইয়া পাড়া মৃত জুরান ব্যাপারীর পুত্র কৃষক আকবর আলী ওরফে আজগরের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আজগর আলী জানান, সন্ধার দিকে হঠাৎ গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় তার তিনটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায়। সেই সাথে গরুর ঘর এবং বসতবাড়ির দুইটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই আগুনে গরু ছাগলসহ ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের মতে , গরুর ঘরের লাগানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে আগুনে পুড়ে সর্বশান্ত ক্ষতিগ্রস্ত কৃষক আকবর আলী পুনর্বাসনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।
সিংগাইর ফায়ার স্টেশন অফিসার ইস্তিয়াক হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ৫ – ৭ লাখ টাকা ক্ষতি হলেও আগুন নিয়ন্ত্রণ এনে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন,নিয়ম অনুযায়ী উপজেলা পরিষদের পাশাপাশি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা পুনর্বাসন মন্ত্রণালয় থেকে যতটুকু সম্ভব আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা হবে।