সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞান পার্টির ৪ সদস্যকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। মঙ্গলবার(১৫ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বিন্নাডাঙ্গী মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিঃ নামক বিদ্যুৎ কেন্দ্রের দক্ষিণ পার্শ্বে বিন্নাডাঙ্গী টু বকচর গামী পাকা রাস্তার বেইলী ব্রীজের কাছ থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন-মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগরা গ্রামের মৃত.মিয়াজ উদ্দিনের ছেলে আমির হোসেন বেপারি(৪২) ঐ এলাকার মৃত.তাইজুদ্দিনের ছেলে আবুল কালাম(৩৫),পটুয়াখালী জেলার কলাপাড়া থানার অনন্তপাড়া গ্রামের মৃত সালেহ উদ্দিনের ছেলে জাহিদুল হাসান শিশির(৩২) ঢাকা জেলার কামড়াঙ্গীর চর হাসান নগর(মাচ্ছাগলি) গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাসেল মিয়া(২৮)
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রামনগর গ্রামের মৃত.রহম আলীর ছেলে সাইফুল ইসলাম(৫৫) তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত মিশুক গাড়ীর চালক সাইফুল ইসলাম(৫৫)কে জুসের সাথে নেশা জাতীয় দ্রব্যাদি পান করাইয়া অজ্ঞান করে মিশুক গাড়ী চুরি করে নেওয়ার সময় স্থানীয় লোকজন টের পেয়ে উক্ত আসামীদেরকে আটক করিয়া থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে সিংগাইর থানাধীন ধল্লা পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে আসামীদের আটক করেন এবং মিশুক গাড়ীটি উদ্ধার পূর্বক জব্দ করেন। পরে মিশুক চালক সাইফুল ইসলামকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন-আজ বুধবার আসামীদের মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।