সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি, ২৭ নভেম্বর
মানিকগঞ্জের সিংগাইরে ককটেল বিস্ফোরণ ও সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেয়ার অভিযোগ সিংগাইর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে ।
এঘটনা নিয়ে বিএনপির নেতারা বলছেন,এটা পুলিশের সাজানো নাটক’।শনিবার রাতে ব্বিএনপির নেতাকার্মএী কোন মিছিল মিটিং করেনি।অপর দিকে পুলিশ বলছে বিএনপির নেতা কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে ।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনীয়ার মঈনুল ইসলাম খান সান্ত বলেন, এটা একটি সাজানো নাটক। বিএনপির নেতা ককর্মীদের মনে ভয়ভিতি সৃষ্টির লক্ষে প্রতিপক্ষের নেতা ককর্মীরা এই ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দায় দিচ্ছে।তিনি বলেন,সাজানো ঘটনায় পুলিশ আব্দুল গফুকে আটক করেছে।তিনি একজন মুদি ব্যাবসায়ী ওই সময় দোকানের কাজকর্ম শেষ করে বাড়ীতে ছিলেন।তাঁকে মিথ্যা ঘটনা সাজিয়ে বাড়ী থেকে আটক করেন।উক্ত ঘটনার সঠিক তথ্য উদঘাটন করে ঘটনার সাথে জরিতদের শাস্তি দাবী করেন তিনি।

এব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যবলেন,আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে সামনে রেখে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সিংগাইর বাসস্টান্ড এলাকায় একটি মিছিল বের করে পৌর বিএনপির নেতা-কর্মীরা। মিছিল থেকে ককটেল বিস্ফারণ করে ও দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় তারা। পরে বিএনপির একজনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এদিকে সিংগাইর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় জানান,শনিবার রাতে বিএনপির কোনো কর্মসূচি ছিল না।অটোরিকশায় আগুন দেয়ার ঘটনা পুলিশের সাজানো।১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির নেতাকর্মীরা যাতে ন াযেতে পারে এর জন্য ভয়ভিতি দেখানো এবং হয়রানীর উদ্যেশ্বে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *